মালয়েশিয়া যাওয়ার আগে ভিসা নিশ্চিত করো — কিভাবে অনলাইনে চেক করবে (সহজ ও নিরাপদ পদ্ধতি)
বর্তমানে বাংলাদেশ থেকে বিদেশ গমন করার ক্ষেত্রে বিশেষ করে মালয়েশিয়ায় অনেকেই এজেন্ট/দালালের মাধ্যমে যাচ্ছেন। দুর্ভাগ্যবশত কিছু অসাধু এজেন্ট নকল বা ভুয়া ভিসা দেখিয়ে মানুষকে পাঠায়; পরে গিয়ে সমস্যায় পড়তে হয়। এজন্য দেশের বাইরে যেতেই যদি তুমি নিজের ভিসার বৈধতা অনলাইনে যাচাই করে নাও—তবে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমবে। নীচে তিনটি সহজ উপায়ে মালয়েশিয়া ভিসা যাচাই করার পদ্ধতি পাঠানো হলো — প্রত্যেকটি ধাপ সরলভাবে অনুসরণ করলে তুমি নিজেই ঘরে বসে নিশ্চিত হয়ে যেতে পারবে।
ভিসা চেক করার তিনটি উপায়
১) পাসপোর্ট নম্বর দিয়ে যাচাই
২) অ্যাপ্লিকেশন (Application) নম্বর দিয়ে যাচাই
৩) কোম্পানির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে যাচাই
প্রতিটি পদ্ধতির জন্য প্রয়োজনীয় ধাপগুলো নিচে আলাদা করে দেয়া হলো।
১) পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করার ধাপ
১. ব্রাউজারে নিচের অফিসিয়াল সাইটটি খুলো:
https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus
2. পেইজ লোড হলে পাসপোর্ট নম্বর এবং দেশের নাম (Country) সিলেক্ট করার অপশন থাকবে — সেগুলো ঠিকভাবে পূরণ করো।3. সব তথ্য সঠিকভাবে বসানোর পরে “Carian” (Search) বাটনে ক্লিক করো।
4. যদি তোমার পাসপোর্ট নম্বরে ভিসা ইতোমধ্যে ইস্যু করা থাকে, তাহলে পেইজে ভিসার সম্পর্কিত সব তথ্য দেখাবে — যেমন ভিসার স্ট্যাটাস, ইস্যুর তারিখ, মেয়াদ ইত্যাদি।
5. কোন তথ্য মিল না করলে আগে যে এজেন্টের মাধ্যমে করেছো তার কাছ থেকে কাগজপত্র নাও এবং প্রয়োজন হলে স্থানীয় কনস্যুলেট/ভিসা সুবিধা কেন্দ্রকে জানাও।
টিপস: পাসপোর্ট নম্বরটা ঠিক না দিলে ফল পাওয়া যাবে না; নামের বানানও যতটা সম্ভব সঠিক রাখো।
২) অ্যাপ্লিকেশন নম্বর (Application No.) দিয়ে চেক করার ধাপ
১. ব্রাউজারে নিচের লিংকটি খুলে নাও:
https://eservices.imi.gov.my/myimms/PRAStatus
2. ওই পেইজে গিয়ে Application বা Application Number ফিল্ডে তোমার অ্যাপ্লিকেশন নম্বরটি বসাবে।3. সার্চ করার পর যদি সংশ্লিষ্ট আবেদন গ্রহণ ও প্রসেস করা হয়ে থাকে, তাহলে সেখানে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস, প্রযোজ্য কোম্পানি/কেন্দ্র ও কর্মচারীর তালিকা ইত্যাদি দেখা যাবে।
4. যদি কোনো রেকর্ড না মেলে, তাহলে সম্ভবত আবেদন জমা হয়নি বা ভুল নম্বর দেয়া হয়েছে — সেই ক্ষেত্রে এজেন্টকে জিজ্ঞাসা করো বা আবেদন নম্বর যাচাই করাও প্রয়োজন।
মনে রাখবে: অ্যাপ্লিকেশন নম্বর সাধারণত তোমাকে বা তোমার এজেন্টকে দেওয়া একধরনের রেফারেন্স; সেটি থাকলেই চেক করা সহজ হয়।
৩) কোম্পানির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ভিসা যাচাই
১. আবারও একই PRA স্ট্যাটাস পেইজ (
https://eservices.imi.gov.my/myimms/PRAStatus) ব্যবহার করবে।2. পেইজে গিয়ে যেখানে Company Registration No. বা সমতুল্য ফিল্ড থাকবে সেখানে সংশ্লিষ্ট কোম্পানির রেজিস্ট্রেশন নম্বর বসাও।
3. Search করলে যদি ওই কোম্পানি মালয়েশিয়াতে কর্মী নিয়োগের জন্য ভিসা আবেদন করে থাকে, তাহলে সংশ্লিষ্ট সকল কর্মীর তালিকা বা আবেদনগুলোর সারসংক্ষেপ দেখা যাবে।
4. এজন্য কোম্পানির সঠিক রেজিস্ট্রেশন নম্বর দরকার — ভুল হলে তথ্য পাওয়া যাবে না।
লক্ষ্য রাখো: কোম্পানি হিসেবে যদি ঠিকানা বা নাম ভিন্নভাবে রেজিস্টার করা থাকে, তাহলে রেজিস্ট্রেশন নম্বর দিয়েই নিশ্চিত হওয়া সবচেয়ে নিরাপদ পদ্ধতি।
অতিরিক্ত প্রয়োজনীয় সতর্কতা ও উপদেশ
শুধু কাগজ বা ছবি দেখে বিশ্বাস করো না। ফোনে বা মেসেজে যেই এজেন্ট কাগজ দেখায়, তার নাম্বার, ঠিকানা, লাইসেন্স/রেজিস্ট্রেশন সব যাচাই করে নাও।
কনসাল্ট দক্ষিণপূর্ব এশিয়ার সরকারি সাইটগুলোই বিশ্বস্ত। উপরে দেয়া লিংকগুলো ইমিগ্রেশন কর্তৃপক্ষের অফিসিয়াল সাইট — সেখান থেকেই যাচাই করাই ভালো।
ভিসার স্ক্যান কপি থাকলে সেটা আপলোড করে দেখাও। (যদি ওয়েবসাইটে প্রয়োজন হয়) কিন্তু কখনোই অনন্য পাসওয়ার্ড, ব্যাংক পিন বা অতিরিক্ত ব্যক্তিগত তথ্য কাউকে দিও না।
ভিসার মেয়াদ ও শর্ত পড়ে নাও। কখন নামমাত্র (entry) করতে হবে, কতদিনের ভিসা, কি শর্ত — এসব জানা জরুরি।
ভুয়া কাগজ হলে দ্রুত আইনগত পদক্ষেপ নেয়া উচিত। প্রয়োজনে পুলিশ বা দূতাবাসে অভিযোগ করা যায়।
